ফারিছ আহমদ – উপজেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা কাল থেকে দুই মাস বন্ধ থাকবে। শনিবার (১ মার্চ) থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
এ সময় ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেওয়া হবে।
ইলিশের অভয়াশ্রম হিসেবে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকার আশপাশের বরফকলগুলোকেও নিষেধাজ্ঞা চলাকালে বন্ধ রাখতে বলা হয়েছে।
নিষেধাজ্ঞাকালীন সময়ে মেঘনায় মাছ না ধরতে নদীর উপকূলীয় এলাকাসহ হাটবাজারগুলোতে মাইকিং, লিফলেট ও পোস্টারসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে জেলা-উপজেলা মৎস্য অধিদপ্তর। জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারে গেলে জেলেদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে।
Leave a Reply