কবি: মহিউদ্দিন মহি খন্দকার
জ্ঞানী পাপী হবে অপমান;
দূর্নীতিবাজ ধণীরা হবে দোষী,
মিথ্যা যাবে নির্বাসনে,
সত্যি ঘটনা ঘটবে বেশি।
ইসলামের পতাকা উড়বে
বাংলার আকাশেতে ;
রাজনৈতিক কাকঁ গুলো
আর খাবে না আর ধান।
সংসদে যাবেন আলেমরা,
দেশে বাড়াবে এবার জনগন
ও অসহায় মানুষের মান সম্মান।
জ্ঞানীপাপীরা চুপসে যাবে ;
জ্ঞানী শিক্ষার্থীদের কাছে।
ইসলামের পতাকা উঠবে,
লাল সবুজের পাশে।
নোটঃ
ইতিহাস ঐতিহ্য কথাগুলো বর্তমানে
পরিবর্তন হচ্ছে এটাই স্বাভাবিক।
Leave a Reply