ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি - মোঃ রানা ইসলাম:
ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সামনে রেখে নির্বাচন হতে পারে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে।
আজ ১ এপ্রিল (মঙ্গলবার) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন জমা দিয়েছে সেটি আমরা পর্যালোচনা করেছি। সেগুলো নিয়ে আরও আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। এবং সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস না।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। যা করেছে বিএনপি। সেই সঙ্গে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করছে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের বড় সাফল্য। কারণ ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফা একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন চীন। তবে এ সরকারের পরিবর্তনের সঙ্গে চীন তার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই কথা বলছে। আগামী দিনগুলোতে চীন বাংলাদেশের উৎপাদনে ও উন্নয়নের জন্য উপকার হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24