মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও বইমেলা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা আক্তার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উৎসবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করে, যেখানে নতুন ও পুরোনো বইয়ের সমাহার ছিল। পাঠকদের আকৃষ্ট করতে নানা ধরনের সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃতি ও শিশুতোষ বইয়ের প্রদর্শনী করা হয়। বইপ্রেমীদের জন্য বিশেষ ছাড় ও স্বাক্ষর অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
এছাড়া, উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বাহারি পিঠার স্টল। স্থানীয় ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়, যা দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে।
শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসব তরুণ প্রজন্মের মাঝে স্থানীয় সংস্কৃতি ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24