মো. রাসেল শেখ:
নড়াইল কালিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,উপজেলা ও পৌর অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৫ টার সময় কালিয়া বিএনপির দলীয় কার্যালয় থেকে,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম ওয়াহেদুজ্জামান (মিলুর) নেতৃত্বে একটি মিছিল বের হয়ে, কালিয়া পৌরসভা প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে, সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে,শেষ হয়। বিক্ষোভ মিছিলের,প্রধান অতিথি হিসেবে, স,ম অহিদুজ্জামান মিলু, সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন, এ সময় তিনি বলেন, বহুৎ,সংগ্রাম আন্দোলন ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, নস্যাৎ হতে দেওয়া যাবে না।আওয়ামী লীগ ও তার দোসররা, কোন অপ্রীতিকর ঘটনা দেশকে অস্থির পরিবেশ সৃষ্টি করতে, নানাভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য, প্রস্তুত রয়েছে। সেই সাথে বিভিন্ন পাড়া মহল্লা ইউনিয়ন পৌরসভার সহ, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, জদি কেউ ও প্রীতিকর ঘটনা ঘটাতে চায়,তাকে চিহ্নিত করে,আইনে সোপর্দ করবেন,তিনি আরো বলেন, আমরা রাজপথের বেড়ে উঠা কর্মী, আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার, নেতৃত্বে সারা বাংলাদেশের মতো কালিয়া উপজেলা পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, একতাবদ্ধ ছিল আছে এবং থাকবে। সেই সাথে নড়াইল ১ আসনের,গন মানুষের নেতা নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে, নির্বাচিত করে দলকে উপহার দেব ইনশাল্লাহ। পৌর বিএনপির সভাপতির শেখ সেলিম আহমেদের,আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে। এ সময়,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, স,ম রেজা রাব্বি কামাল, সাবেক পৌর সদস্য সচিব, শেখ মনিরুজ্জামান (মনা) সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা,উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সরদার আল মিস্টার,শেখ শাহাবুদ্দিন শিহাব, উপজেলা ছাত্রদলের আহবায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব,সরদার তরিকুল ইসলাম, পৌর সবক দলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।###
Leave a Reply