শাওন আহাম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ২৪ বোতল ভারতীয় মদসহ জব্বার মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জব্বার মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে।
জানা যায় জব্বার মিয়া রোববার দুপুর ১ টার দিকে ২৪ বোতল ভারতীয় মদ একটি বস্তায় ভরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেখানে অভিযান চালায় র্যাব। ওই সময় ২৪ বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে আটক করে।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply