নইমুল ইসলাম নায়ুম,
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (পহেলা মার্চ) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের কার্যালয় থেকে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো সরিফুল ইসলাম নেতৃত্বে শুরু হয়। পরে মিছিলটি বালিয়াডাঙ্গীর জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে।
মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের কাছে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিনীত অনুরোধ করেন। রমজানের এই পবিত্রতার মাধ্যমে দেশ থেকে সকল জুলুম, নির্যাতন ও অনিষ্টতা বন্ধ করার আহবান করেন এই নেতা।
তিনি আরো বলেন, কারাবন্দী এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন।
শান্তিপূর্ণ মিছিলের সভাপতি অধ্যাপক মো রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন দলমত, ধর্ম বর্ণ মিলে সম্প্রীতির বন্ধন রয়েছে যুগের পর যুগ। জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলায় বন্ধন অটুট রাখতে দৃঢ়সংকল্প । সবার মৌলিক অধিকার রক্ষায় আমরা নিবেদিত হয়ে সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি।
আমরা সাম্য ও শান্তির বাংলাদেশ গঠন করতে সবার সহযোগিতা চাই।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিলউদ্দিন সূরা ও কর্ম পরিষদের সদস্য মোঃ সোলেমান আলী,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দর রসিদ, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি মোঃ খলিলুর রহমান,উপজেলা যুব জামায়াত বিভাগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ,জামাত নেতা জামাত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো শেখ আইয়ুব আলী, জামায়াত নেতা মো ইলিয়াস আলী প্রমুখ।
Leave a Reply