জাকারিয়া আল ফয়সাল, রাজশাহী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো দৃঢ়, জোরদার করার আহ্বান জানিয়ে মঙ্গলবার ০১অক্টোবর,২৪ তারিখে বিকাল ৩.৩০.মিনিটে সাহেব বাজার জিরো পয়েন্টে সারা দেশব্যাপী একযোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। কর্মসূচি টি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
উক্ত কর্মসূচীতে উপস্থিত থেকে একাত্বতা প্রকাশ করেন, প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, উদীচীর সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ, খেলা ঘরের সদস্য হোসনেয়ারা, পরিবর্তনের প্রোগ্রাম অফিসার সোমা হাসান, এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু ও বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন , রাজনীতির নামে ধর্মকে পুঁজি করে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যে মানবতার সংকট তৈরি করা হচ্ছে – এই অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন, দেশের সকল বিবেকবান , মানবতাবোধ সম্পন্ন মানুষের সহায়তায় ধর্ম,বর্ণ ,গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলি, সাম্প্রদায়িক বন্ধন আরো জোরদার করি। এই মানববন্ধনের মাধ্যমে সরকারের যথাযথ আইনি দৃষ্টির দাবি জানিয়েছেন।
Leave a Reply