মোঃ মিজানুর রহমান :
সাতকানিয়া ভ্রাম্যমান আদালতে সলিম উল্লাহ(১৯) নামের এক ছেলে মাদক বহনকারীর কারাদন্ড দেয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়ায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ এবং সাতকানিয়া থানার এসআই আনোয়ারের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
বুধবার (২৬ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে সাতকানিয়ায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ এবং সাতকানিয়া থানার এসআই আনোয়ারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক বহন করার অপরাধে কালা মিয়ার ছেলে সলিম উল্লাহ(১৯)কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০০/- অর্থদন্ড এবং ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিল্টন বিশ্বাস। এ সময় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানিয়েছেন।
Leave a Reply