স্টাফ রিপোর্টারঃ খোরশেদ আলম সোহেল ওরফে পাগলা সোহেল( সাবেক যুবলীগ সদস্য ঢাকা মহানগর দক্ষিন) এর তৎপরতা দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এই ব্যাক্তি ২০০৮ সাল থেকে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, ডাকাতি, ছিনতাই,, সহ সকল অবৈধ কাজের নেতৃত্ব দিয়ে আসছে মর্মে একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয় পশ্চিম নন্দীপাড়া, রাসূল বাগ, কাজী বাড়ি,খিলগাঁও ঢাকা এলাকায় মাদকের সম্রাট হয়ে ওঠে, এবং তার সহযোগী,, আলামিন ওরফে গজারিয়া আলামিন,, মাহাবুব, এবং তার আরেক সহযোগী আলামিন ওরফে ফকিরা আলামিনকে সাথে নিয়ে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, বাস ডাকাতি সহ ছিনতাই করে আসছে।
খিলগাঁও থানায় খোঁজ নিয়ে জানা যায়, সোহেল ওরফে পাগলা সোহেল নামে খিলগাঁও থানায় অসংখ্য মামলা রয়েছে,এবং একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা রয়েছে। এছাড়াও মামলা ৫১৬/১৭ তিনটি পিস্তল সহ অস্ত্র মামলার ১০ বছর সাজা রয়েছে।
খিলগাঁও থানার একাধিক ওয়ারেন্ট রয়েছে তার নামে।
সোহেলের যন্ত্রণায় অতিষ্ট হয়ে গত ২১শে এপ্রিল এলাকাবাসী তার বিরুদ্ধে মিছিল করে। তবুও থামছে না তার তৎপরতা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরেও সোহেলের মত মামলার আসামি, মাদক ব্যবসায়ী এবং সাবেক যুবলীগ নেতার এমন অপতৎপরতা থেকে মুক্তি মিলবে কিনা সেই সংশয়ে হতাশা ব্যক্ত করছেন এলাকাবাসী।
Leave a Reply