মোঃ মোরছালিন – জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলামের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১ মার্চ) পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসি মোঃ মইনুল ইসলাম জানান, গত ছয় মাসে থানায় করা বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের দিকনির্দেশনায় এবং ওসি মইনুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই সোহেল রানা তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে মাত্র সাত দিনে ৩৬টি চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন।
এ বিষয়ে এএসআই সোহেল রানা বলেন, বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে ব্যক্তিগত ছবি, ভিডিও এবং জরুরি ডকুমেন্ট সংরক্ষিত থাকে। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারাটা সত্যিই আনন্দের।
ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এটি মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে। তাই হারানো ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারাটা আমাদের দায়িত্বের পাশাপাশি আত্মতৃপ্তিরও বিষয়। আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
উদ্ধার হওয়া মোবাইল হাতে পেয়ে মালিকরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনসেবামূলক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পাঁচবিবি থানার ওসি।
Leave a Reply