আবু ইউসুফ সোহাগ- বিশেষ প্রতিনিধিঃ
“চাকরী নয় ব্যবসা করবো, উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়বো,, এই স্লোগান কে সামনে রেখে হাফেজ মাহাদী হাসান নাজমুল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ফাউন্ডার মোহাম্মদ হানি হাউজ মুন্সিগঞ্জ। কুরআন তেলাওয়াত করেন হাফেজ আশিকুর রহমান, অধ্যায়নরত জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ।
মঙ্গলবার ১ (এপ্রিল ২৫ইং) সকাল ১০. টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্যা বাজারে বন্ডিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহসান হাবীব সুমন, ফাউন্ডার পরিপাটি শপ নান্দাইল। মাওলানা মুত্তাকি বিল্লাহ, ফাউন্ডার ওয়ালিদাইন, যাত্রাবাড়ী ঢাকা। মুহাম্মাদ সুফি আব্দুল্লাহ, ফাউন্ডার ঘরোয়া শপ চৌরাস্তা নান্দাইল। মুহাম্মদ মাহবুব আলম, কওমিয়ান শপ উত্তরা- ঢাকা।মাওলানা কামরুল হাসান মুন্না, নান্দাইল, মোমেনশাহী।হাফেজ মোবারক হুসাইন মাছুম, দারুত তাক্বওয়া সেবা ফাউন্ডেশন, পূর্ব দরিল্লা, নান্দাইল। অনুষ্ঠান ব্যবস্থাপক মাহদী হাসান নাজমুল বলেন “কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে হালাল প্রফিটি উদ্যোক্তা প্লাটফর্ম এর উদ্যোগে। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন, এইচ এম আহসান হাবীব, নির্বাহী পরিচালক আন নাশিদ শিল্পী গোষ্ঠী ঢাকা। মুহাম্মাদ ইবনু আসআ’দ, উর্দু নাশিদ শিল্পী, ময়মনসিংহ। মুহাম্মাদ হানিফ সারওয়ার, পরিচালক হুদহুদ শিল্পী গোষ্ঠী নান্দাইল।
Leave a Reply