ফারিছ আহমদ ,হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ
হোসেনপুরে বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৫, বুধবার সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভাটি হোসেনপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
আলোচনা সভায় বক্তারা ছাত্রদলের সংগ্রামী ইতিহাস, দেশের রাজনীতিতে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের অবদানের কথা স্মরণ করেন। তারা বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মো. ফজলুল হক ও সাধারণ সম্পাদক শহীদ সোহরাব হোসেনের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদের একত্রিত হয়ে দেশে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।অতিথিরা বলেন, “বাংলাদেশ ছাত্রদল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান ছাত্ররা ছাত্রদলের আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।”
আলোচনা সভার পর একটি র্যালি বের করা হয়, যা উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ছাত্রদলের নেতাকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে “ছাত্রদল অটুট, গণতন্ত্র মুক্তি” স্লোগান দিয়ে সমর্থন জানিয়ে অংশ নেন। এভাবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোসেনপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় এবং নতুন প্রজন্মকে ছাত্রদলের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply