সোলায়মান:
টাঙ্গাইলের নাগরপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবিবার ও সোমবার (১-২ জুন) নাগরপুর উপজেলা কৃষি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহনুর ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযুষ মণ্ডল ও মো. সাজেদুল ইসলাম।
প্রশিক্ষণে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। যাদের দেড় শতক বা তার বেশি অনাবাদি পতিত জমি রয়েছে, তাদেরকেই এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কৃষি অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণ, বীজ, পরামর্শ এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন, যা একদিকে পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করছে, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
উল্লেখ্য, নাগরপুরে এই প্রকল্পের ফলে দিন দিন অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষ বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply