সোলায়মান:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন আলালের শারীরিক অবস্থা জানার জন্য ছুটে গেলেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু।
গত ১ মার্চ, মঙ্গলবার বিকেলে তিনি অসুস্থ আলালকে দেখতে যান। উল্লেখ্য, গত মাসে স্ট্রোক করার পর আলাল হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলে তার পাশে দাঁড়ান বিএনপি নেতা লাভলু।
এ সময় রবিউল আউয়াল লাভলু আলালের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। পাশাপাশি, তিনি আলালের পাশে থাকার আশ্বাস দেন।
এরপর লাভলু সহবতপুর বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নানা সমস্যা শুনেন এবং দলীয় নেতৃবৃন্দের সাথে কিভাবে একসঙ্গে দেশের কল্যাণে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় নির্দেশনা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রাজিব আহাম্মেদ, রামপুরা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ শাখা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শামসুল আলম, ডেমরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, নাগরপুর থানা বিএনপির সদস্য মো. সুরুজ মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক (রেজা), সাবেক ভিপি আরিফুর ইসলাম নবা, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল খান, সাবেক জিএস ইকবালসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলুর এই মানবিক উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply