নাজমুল হক ইমু:
চেতনা মাল্টিপারপাস আশুলিয়ার জামগড়া এলাকার শতাধিক শ্রমিকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা। সেই টাকায় রাজকীয় ভাবে আরাম আয়াশে চলছে চক্রের সদস্যরা। এই প্রতারক চক্র টি চেতনা মাল্টিপারপাস কোঃ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন এবং তারা সকলেই শিক্ষিত প্রতারক যতটুকু জানা গেছে। এই প্রতারক চক্রের সদস্যরা একই সাথে লেখা পড়া করেছেন বলে জানা যায়।তার পর সবাই মিলে এই সংগঠনটির প্রচার প্রচারণার জন্য বিভিন্ন সময় গরীব মানুষদের সেবা বা সাহায্য দেওয়ার নাম করে জাঁক জমক ভাবে মাঝে মাঝেই অনুষ্ঠান করে দেওয়া হতো শীতের দিনে কম্বল বিতরন রোজা সামগ্রী ও ঈদ সহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী দিবস উপলক্ষে মানুষ কে সেবা করার নামে অনুষ্ঠান করে অসহায় গার্মেন্টস শ্রমিক সহ ব্যবসায়ী গৃহনী নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষদের চোখে প্রথম প্রথম ভালো নাম তৈরি করে। দিনাজপুরে তাদের ডেইরি ফার্ম রয়েছে দিনাজপুরে আমের বাগান রয়েছে লিচুর বাগান রয়েছে। আশুলিয়ার পল্লী বিদ্যুত ঘোড়াশাল মাজারের পাশে কিস্তিতে তে প্লট বিক্রি চলছে ফ্ল্যাট বিক্রি চলছে এগুলা সবই ছিল মিথ্যা।এ ধরনের মিথ্যা প্রবন দিয়ে অসহায় সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। চক্রটি চেতনা মাল্টিপারপাস আশুলিয়ার জামগড়া সরলা ক্লাব থেকে তাদের কার্যক্রম শুরু করেন। এরপর আশুলিয়ার জামগড়া রুপায়ন স্বপ্ন নিবাস মাঠে একটি প্লট ক্রয়ের মাধ্যমে আরো ব্যাপোরায়া হয়ে উঠে এই প্রতারক চক্র টি, শিল্পাঞ্চল হাওয়ায় আশুলিয়ায় ৩০ লক্ষের উপরে মানুষের বসবাস করে । তাই তাদের গ্রাহক দ্রুত গতিতে পাল্লা দিয়ে বাড়তে থাকে, তখন তারা গরীব অসহায় মানুষদের কে পুঁজি করে। বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করে মানুষের মাঝে মানবতার একটা কথা বলে এবং সবাই সেই টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারা টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেলে গ্রাহকদের অভিযোগ এর ভিত্তিতে নিচের এই প্রতারকদের গ্রেফতার করে RAB 4 এবং তাদের বিরুদ্ধে শত শত গ্রাহক প্রতরনার মামলা দায়ের করেন কিন্তু তাতেও তাদের কোন সমস্যা হয়নি। কারণ কোটি কোটি টাকা হাতিয়ে নিলে ও মামলার ধারা ৪২০ আর তাদের কাছে তো টাকার কোন অভাব নেই। গ্রাহকদের টাকা নিয়ে গ্রাহকের সাথে মামলা লড়ছেন এই চক্র টির সকলেই চলছে আরাম আয়াশে বিপরীতে গরীব দুঃখী প্রতারণার শিকার অসহায় মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। আমাদের একটি টিম এই চক্রের সকল সদস্যদের পিছনে ছায়া তদন্ত হিসেবে কাজ করছে, নজর দিলেই দেখা যাচ্ছে তাদের জীবন চলছে রাজার বেশে চলছে রাজকীয় স্টাইলে সবাই থাকেন বিভিন্ন স্থানে আলিশান বাড়ি করে। বিস্তারিত নিয়ে দ্রুতই আপনাদের সামনে বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থিত হবো অনুসন্ধানী রিপোর্ট নিয়ে। চেতনা মাল্টিপারপাস কোঃ গ্রাহকদের সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা।
Leave a Reply