মোঃ সাব্বির হোসেন- রিপোর্টার পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পানখালী এলাকায় মৃধাবাড়ির সামনের খালের উপরে চিকনিকান্দি বাজারে যাতায়াতের সুবিদার্থে মৃধা বাড়ির খালের ওপর প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনস্থ গ্রামীণ জনপদের উন্নয়নে একটি ব্রিজ দেয়া হয়। গত ছয় মাস আগে ব্রিজের নির্মাণের মূলকাজ সম্পূর্ণ হলেও মূল সরকের সঙ্গে সংযোগ সড়ক না করায় পানখালী, চিকনিকান্দি, গজালিয়া, সুতাবাড়িয়া, মাঝগ্রাম পাকার মাথাসহ অনেক গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।
এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রোগীদের কোলে করে সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এতে ব্রিজটি উপকারের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলাকার পথচারীদের কাছে।
পানখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইয়াহিয়া বলেন, এই ব্রিজটির কাজ শুরু হলে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয় কিন্তু ব্রিজের দুই পাশে এখনো সংযোগ সড়ক না হওয়ায় আমরা ব্রিজটির কোনো সুবিধাই ভোগ করতে পারছি না। প্রতি দুই-তিন মাস অন্তর দুই পাশে বাঁশের সাঁকো মেরামত করতে হয়। আর সেই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। সরকারের কাছে দাবি জানাই দ্রæত ব্রিজের দুই সংযোগ সড়কটি করে দেয়। যাতে এলাকার মানুষ ব্রিজটির সুফল পেতে পারে।
ব্রিজের বিষয়ে জানার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক রিপন এর মুঠো ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ জাফর রানা তিনি বলেন ব্রিজটি পরিদর্শন করে পরবর্তীতে ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply