আবু ইউসুফ সোহাগ- বিশেষ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ – ১ ( সদর হোসেনপুর ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী’র নির্বাচনী প্রস্তুতি মূলক প্রচারণায় মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বাইতুলমাল ( অর্থ ) সম্পাদক মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি শাইখুল হাদিস মাওলানা আব্দুল করিম ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের এবং সাবেক কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ভাটী বাংলার জনপ্রিয় ব্যাক্তিত্ব হাওর নেতা মাওলানা আব্দুল মুমিন শেরজাহান মুমিনী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ কর্মি ও সমর্থক সহ অত্র আসনের সর্বস্তরের জনগণ।
শোডাউনটি কিশোরগঞ্জ জেলার আজিমুদ্দীন হাই স্কুল মাঠ থেকে বেলা ১১টায় শুরু করে পুরো শহর ঘুরে হোসেনপুর উপজেলার প্রায় সবগুলো ইউনিয়ন হয়ে শোলাকিয়া মাঠে এসে দুপুর ৩ ঘটিকায় সমাপ্ত হয়।
শোডাউন শেষে দলীয় ভিবিন্ন নেতৃবৃন্দ ইসলামী খেলাফতের আদলে দেশ গঠনের প্রক্রিয়া ও এর সুফল বিষয়ক বক্তব্য রাখেন।
বক্তব্যে নেতারা আসন্ন নির্বাচন কে সামনে রেখে দলীয় কর্মিদের ভিবিন্ন দিকনির্দেশনাও প্রধান করেন।
অবশেষে আনুষ্ঠানিকভাবে উক্ত মটরসাইকেল শোডাউন ও পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply