রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় ভোটার দিবস আজ ২ মার্চ। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন পালিত হয়েছে।
তারি ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে র্যলিও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকাল দশটায় উপজেলা নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এবং উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন চাকলাদার । এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া ১০টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যলিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সবায় জমায়েত হয়।
সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply