জাহিদুল ইসলাম শিহাব,সন্দ্বীপ( চট্টগ্রাম)
সন্দ্বীপে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। সন্দ্বীপ উপজেলার তালতলী সেনের হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২ মার্চ রবিবার বিকেল ৪ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৪ ও ৪৫ ধারা মতে ব্যবসা প্রতিষ্ঠান সেনেরহাট বাজারের , মোঃ নজরুল ইসলাম ৫০০(পাঁচশত) টাকা
তালতলী বাজার ব্যবসায়ী , মোঃ আলতাফ হোসেন ১০০০(একহাজার) টাকা, ও একই বাজারের মোঃ মোবারক আলী ২০০০(দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, উপজেলা সদরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে1।
Leave a Reply