গোলাম আলী নাইম ঢাকা বিশেষ প্রতিনিধি:
আজ ২ ফেব্রুয়ারি রোজ রবিবার দুপুর ৩টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পরিচয় সনাক্ত করণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা এবং পুরুষ শিক্ষকের সামনে নিকাব খুলতে বাধ্য না করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলো তাবাসসুম নুপা, মিশকাতুল জান্নাত, নাদিয়া মেহজাবিন ও তাবাসসুম বিনতে মোহাম্মদ উল্লাহ সহ আরো বেশ কয়েকজন ছাত্রী।
বক্তারা বলেন,
আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সাথে সাথে দেশ ও জাতির অধিকার আদায়ে
এ বিশ্ববিদ্যালয়ের আছে গৌরবময় ইতিহাস। এ বিশ্ববিদ্যালয় থেকে অধিকারের সংগ্রাম ও যাবতীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলে আসছে যুগ যুগ ধরে। যারা রাষ্ট্রকে দিয়েছে সঠিক পথের দিশা। উপকৃত হয়েছে পুরো জাতি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বছরের পর বছর ধরে পরীক্ষা,ভাইভা, প্রেজেন্টেশন ও ক্লাস লেকচারে ছাত্রীদের পরিচয় করন প্রক্রিয়ায় তাদেরকে মুখ খুলতে বাধ্য করা হয়। যার ফলে বিষয়টি নিয়ে ছাত্রীসমাজ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ভীষণ উদ্বেগ, অস্বস্তি এবং ক্ষোভ তৈরি হয়েছে।
বক্তাদের মূল দাবী গুলো হলো-
১। পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালু করা
২। ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত, পরিচয় শনাক্তকরণের প্রয়োজনে কোনো মহিলা শিক্ষক বা মহিলা নিরাপত্তা কর্মীর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা
৩। কোনো অবস্থাতেই ছাত্রীদের মুখ খুলতে বাধ্য না করা না। এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারের পরিপন্থী।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24