মোঃমোরছালিন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৪৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
কড়িয়া বিওপি কমান্ডার নায়েক আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার কড়িয়া সীমান্তের ২৭৮ নম্বর প্রধান পিলার থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড় কড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
মোঃ জাকিরুল ইসলাম (৩৫), পিতা: মোশাররফ হোসেন, গ্রাম: রামকৃষ্ণপুর, জয়পুরহাট সদর মোঃ রাজু আহমেদ (২৮), পিতা: শামসুল ইসলাম, একই গ্রাম। মোঃ মিনহাজ হোসেন (২৪), একই গ্রামের বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকাও উদ্ধার করা হয়। আটক মাদক চোরাকারবারিদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) বলেন, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24