নিহারেন্দু চক্রবর্তী,
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিরুল চকদার।
নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিরুল চকদারকে চেয়ারম্যান পদে ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়াকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সমবায় সমিতি লি. নির্বাচন-২০২৫ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার।গত ২৭ মার্চ সকালে বিআরডিবি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
নির্বাচিত হওয়ার পর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন ভূঁইয়া তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিআরডিবির সুফল যেন সাধারণ মানুষ পায় এবং এর কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান তারা।
Leave a Reply