ডেস্ক রিপোর্ট :
আজ ০২জানুয়ারী ‘২০২৫ বাংলাদেশ মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি আয়েশা খানমের পঞ্চম প্রয়াণ দিবস।
নারীর অধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী আয়শা খানম অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী পুরুষের সমতাভিত্তিক, সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের কাজ করেছেন। তাঁর প্রয়াণ দিবসে মহিলা পরিষদের সারা দেশের লক্ষাধিক সদস্য, কর্মী সংগঠক এবং রাজশাহী জেলা শাখা কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়।
এই দিবস উপলক্ষে বিকাল ৪.৩০ মিনিটে রাজশাহী মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
আয়েশা খানম এর প্রতিকৃতিতে ফুলের মালা ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কার্যকরী কমিটির সদস্য লিগ্যাল এইড সম্পাদক শিখা রায় , কৃষ্ণা রানী মন্ডল, রানী বাজার কমিটির আহ্বায়ক রজুফা বেগম প্রমুখ।
সভায় সভাপতি বলেন, আয়েশা খানম নিজেকে উৎসর্গ করেছিলেন জনগণের জন্য শোষিত মানুষের শোষণমুক্তের জন্য, কল্যাণের জন্য, সেজন্য তাকে জীবনের একটা মূল্যবান সময় তাদের কাটাতে হয়েছে দারিদ্র্যের কষাঘাতে,দারিদ্র্যের গ্লানির মধ্যে। দেশের জন্য জনগণের মুক্তির জন্য আয়েশা খানম এতটাই সচেতন ও সক্রিয় ছিলেন যে এদেশের মানুষকে মানুষের মর্যাদা দেয়ার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি আরো বলেন, মানুষের মুক্তির জন্য যে সমাজতান্ত্রিক আন্দোলন সেই সমাজতন্ত্রকে বাংলাদেশের নিজস্ব কাঠামোর পরিপ্রেক্ষিতে শোষিতদের মুক্তির সমাজতন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন।
সভাশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।
Leave a Reply