কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সুপ্তি জুয়েলার্সের মালিক ও দৈনিক কালবেলা ও আজকের বার্তার রাজাপুর প্রতিনিধি গোপাল কর্মকারের স্বর্ণ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্রের আঘাতে গোপাল কর্মকারের বাম পায়ে ও তার মোটর সাইকেলে থাকা রতনের বাম হাতে জখম হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরে মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী গোপাল কর্মকার দৈনিক কালবেলা ও আজকের বার্তার রাজাপুর প্রতিনিধি। ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮ টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মত টাকা ও গহনাসহ প্রয়োজনীয় মালপত্র নিয়ে মোটরসাইকেল যোগে রতন নামে এক আত্মীয়কে নিয়ে দুজনে মিলে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এলে হেলমেট ও কালো জ্যাকেট পরিহিত কয়েক যুবক রাস্তার মধ্যে একটি মোটর সাইকেল থামিয়ে রেখে তার গতিপথ রোধ করে পেপারে মোড়ানো দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত শুরু করে তারা দুজন মোটর সাইকেল থেকে পরে যায় এবং আঘাত প্রাপ্ত হয়ে জখম হন। তবে আহতদের গায়ে ছোয়েটারের কারনে এবং দাড়ালো অস্ত্রে পেপার মোড়ানো থাকায় প্রাণে রক্ষা পান তারা। গোপাল কর্মকার আরও জানান, আশপাশের লোকজন তাদের ডাক চিৎকার শুনে এগিয়ে আসা শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তার সাথে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু দ্রুত লোকজন এগিয়ে আসায় পকেটে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিতে পারেনি। দুর্বৃত্তদের নিয়ে যাওয়া ব্যাগ দুটিতেও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল ছিল। পরিস্থিতি দেখে পাখি নামে এক ব্যক্তি গোপাল কর্মকারকে রক্ষার জন্য পাশের একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তদের লক্ষ করে ফুলের টপ ছুড়ে মারলে দুর্বৃত্তরা দুটি মোটর সাইকেলে করে দুদিকে পালিয়ে যায়। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কর্মকার জানান, গোপালের উপরে এর আগেও একবার আক্রমন হয়েছিলো। গত সন্ধ্যা রাতে শহরের মধ্যে এমন ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। গুলি বর্ষণ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ পরিদর্শন করে দ্রুত গতিতে মোটর সাইকেল যাওয়ার সিটি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পাশপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী কার্যক্রম জোরদার করা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24