মো শাহারাজ হোসেন সাগর, লক্ষীপুর জেলা বিশেষ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও উৎসব মুখর পরিবেশে চলছে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিশন বাংলাদেশ (ডিকেআইবি) নির্বাচন-২০২৪ইং । শনিবার (২ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
ডিকেআইবি এ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার মোট ১৭১জন ভোটার ৩টি ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। সকাল থেকে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তায় থাকতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একজন ভোটার ১টি ব্যালট পেপারে ৩টি করে ভোট দিতে পারেন ,কেন্দ্রীয়, অঞ্চল ও জেলা।
কেন্দ্রীয় ৪টি পদ, অঞ্চলে ৭টি পদ ও লক্ষ্মীপুর জেলায় ৮টি পদে ১৮জন পদপ্রার্থী (ডিকেআইবি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে একজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়।
এর আগে গত ২৬ অক্টোবর সারাদেশে ডিকেআইবি নির্বাচনের উপজেলা পর্যায়ের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ডিকেআইবি নির্বাচনের লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ইসমাইল হোসেন খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিমের কঠোর নিরাপত্তার মাধ্যমে (ডিকেআইবি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৮টা থেকে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
Leave a Reply