শীতের কবিতা
মহসিন আলম মুহিন
হেমন্তের বিদায় নামে তখন শীত,
ঠান্ডায় জবুথবু শরীরে জাগে ভীত।
খেজুরের' গাছেতে-বাঁধা পড়ে হাঁড়ি,
অতিথি পাখিরা-আসে দেশ ছাড়ি।
ঘরে ঘরে পিঠাপুলি, আত্মীয় আসে,
উৎসবে আঙিনাগুলো সুন্দর হাসে।
ঝর ঝর ঝরে পড়ে-বৃক্ষের পাতা,
গাছগুলো মনে হয় ন্যাড়াদের মাথা।
শীতের প্রভাতী রোদ লাগে যে মধুর,
শীতের 'শৈত্য প্রবাহ বেদনা বিধুর।
বিবাহের ধুমধাম ভালো' চলে শীতে,
নবদম্পতির মন, ভরে নানা গীতে।
ডালিয়া, কসমস, চন্দ্রমল্লিকা, গাদা,
গোলাপ ফুলের ঘ্রাণে মন হয় সাদা।
গাজর, বিট, ব্রকলি, টমেটো, সীম-
মেলে আপেল, কমলা, আঙুর, ডালিম।
নলেন গুড়ের পায়েস, বাহারী পিঠা,
শীতের রাতে চলে, 'আলাপন মিঠা।
সুট-কোট, কম্বল, মাফলার, চাদরে,
শরীরটা বাঁচে তাদের গরম' আদরে।
পৌষ-মাঘ দুই মাস ঋতুকাল শীত,
শীতের বিদায় হলে' বসন্তের গীত।।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24