হাবিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সুবর্ণচরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চর আমান উল্লাহ ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের মাতঙ্গী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চর আমান উল্লাহ ইউনিয়নের টিম সদস্য মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এবং ইউনিয়ন শাখার সভাপতি ফয়সাল বিন মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নোয়াখালী জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য ডা. বোরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার সেক্রেটারি জামান উল্লাহ মুকুল, উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মো. ইসমাইল, ২ নং চরবাটা ইউনিয়ন সভাপতি দিদারুল আলম, চর আমান উল্লাহ ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, মাতঙ্গী মন্দির কার্যকরী কমিটির সভাপতি বিক্রম চন্দ্র মাতবর, মাতঙ্গী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ছুটেল মজুমদার, রাধাকৃষ্ণ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অনিমেষ দাস, শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম পূজা মন্ডপের সভাপতি রুবেল চন্দ্র দাস, জগন্নাথ মন্দির পূজা উদযাপন কমিটির সেক্রেটারি সুমন পাল প্রমুখ।
সভায় আলোচনা করার সময় বক্তারা সুবর্ণচরের হিন্দু-মুসলিমের মাঝে ঐক্য ও সম্প্রীতির দৃষ্টান্ত বর্ণনা করে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দুর্গাপূজা উৎসবসহ সকল উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেন।
Leave a Reply