ফারিছ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি:
হোসেনপুর উপজেলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের আহত এবং নিহতদের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় উপজেলা পরিষদের হল রুমে, সভাপতি ছিলেন: জনাব কাজী নাহিদ ইভা।যেখানে সবার উপস্থিতিতে বিশেষভাবে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে ছাত্র সমাজ স্বাধীনতার জন্য প্রগতির পথে এক সাহসিকতা প্রদর্শন করেছিল। এই আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ের জন্য এক সাহসী পদক্ষেপ নিয়েছিল, যা দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তারা ক্ষোভ প্রকাশ করেন, যে কোনো ধরনের নির্যাতন ও সহিংসতা মানুষের মুক্তির পথ রুদ্ধ করে।
এদিনের স্মরণ সভা ছিল এক আবেগপ্রবণ মুহূর্ত, যেখানে সব বক্তাই আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সভা শেষে সকলকে একত্রিত করে শহীদদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply