ওবাইদুল হক,স্টাফ রিপোর্টারঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিট আপত্তি নিষ্পত্তির গতিশীলতা আনয়নের লক্ষ্যে অর্থবছর ভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ তথ্য আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে প্রেরণের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিধিবদ্ধ নিরীক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব অসীম কুমার কর্মকার কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
প্রসঙ্গত, উউল্লেখিত সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিট আপত্তি নিষ্পত্তির গতিশীলতা আনয়নের লক্ষ্যে অর্থবছর ভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ তথ্য প্রেরণের জন্য ২২/০১/২০২৫ ইং তারিখ নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু ০২/০২/২০২৫ ইং তারিখ পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তাই ০২ (দুই) কর্মদিবসের মধ্যে হালনাগাদ তথ্য প্রেরণের জন্য সময়সীমা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিরীক্ষা ও আইন অনুবিভাগে (ইমেইল: sas.audit@moedu.gov.bd) তথ্য প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24