মোঃমোরছালিন জয়পুরহাট প্রতিনিধি:
৩ মে ২০২৫
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ‘গণতান্ত্রিক অধিকার হরণ’ ও ‘ফ্যাসিবাদী শাসন’ প্রতিষ্ঠার অভিযোগ তুলে দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার জয়পুরহাটে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সকাল ১১টায় জেলা শহরের আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়। এটি বাটার মোড় হয়ে পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। সাধারণ মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন বিলুপ্ত হয়েছে।
তাঁরা আরও বলেন, এই সরকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই আন্তর্জাতিক মানদণ্ডে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম এবং পাঁচবিবি উপজেলার সংগঠক আতিকুর রহমান আতিক।
বক্তারা দেশের নাগরিক সমাজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
Leave a Reply