নিজস্ব প্রতিবেদন
আনসারদের হামলায় আহত হয়ে হাসনাত ভাই নিজেই গতকাল থেকে সিএমএইসে ভর্তি চোখের ট্রিটমেন্ট নিতে গিয়ে যখন জানতে পারেন আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে আরো অনেকে উপরের ফ্লোরে ভর্তি তখন এভাবেই ছুটে যান সবার কাছে। তাদের মধ্যে থেকে দু'চোখই হারানো একজন বলে উঠেন, "চোখ হারিয়েছি তবে নিঃশ্বাস হারানো অব্দি বাংলাদেশের জন্য লড়াই করে যাব" আমি আমার চোখে নয় আমার ভাইদের চোখে দেখে বার বার লড়াই করতে পারি, আমার এমন আর্ত বিশ্বটা আছে
যারা হাসনাতকে মারতে চেয়েছে তারা জেনে রাখুক, এদেশের প্রতিটি তরুণ এখন একেকটা হাসনাত আমরা এক বার নয় যত বার এই দেশ স্বাধীন করার প্রয়োজন মনে করব ততবার করব আমরা মরণ কে ভয় করি না কারণ মরণ তো এক বার হয় আর কাপুরষ ভীতুরা বার বার মরতে হয়। আমরা সেই ৫২ থেকে ৭১ আর ২৪ এর স্বাধীন সৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি, পৃথিবীতে ইতিহাসে যত বড় বড় সৈরাচার জুলুম করেছে পতন হয়েছে তত তারাতাড়ি। আমরা কখনো এই কথা মনে করব না যে আমাদের নিজেদের জন্য দেশটা, এই দেশ এবং জনগণের মঙ্গল হবে এটাই আমাদের মূল লক্ষ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24