মিথুন কর্মকার, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বিয়ের আট মাসের মধ্যে স্ত্রীর পরকিয়া প্রেমে আসক্তি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। নিহত স্ত্রীর নাম তিন্নি (২০)। তিন্নি চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।
ঘটনাটি ঘটেছে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম। পেশায় অটোরিকশা চালক। তার বাবার নাম হারুন খা।
অভিযুক্ত স্বামী মনিরুলের চাচাত ভাই নূরে আলম জানান, গত আট মাস আগে তাদের বিয়ে হয়। নিহত তিন্নি বেশ কিছুদিন ধরে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এনিয়ে তাদের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয়। এনিয়ে গত ৪/৫ দিন আগে পারিবারিকভাবে বৈঠক হয়। বৈঠকে আর এমন ঘটনা হবে না স্বীকার করলেও আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার ঐ ছেলের সঙ্গে ফোনে কথা বলে। সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এ নিয়ে মনিরুল ও তিন্নি ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মনিরুল তিন্নির মাথায় আঘাত করে। এরপর আহত অবস্থায় মনিরুল ও তার মা আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করে।
তিন্নির মৃত্যুর চিকিৎসকের কাছ থেকে শুনতে পেয়ে স্বামী মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্হানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
এব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত স্বামী মনিরুলকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24