মোঃ মনির মন্ডল,সাভারঃ
আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, সম্প্রতি আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় মাদক বিক্রয় নিয়ে দ্বন্দ্বে আলোচিত মোমিনুল হত্যা, গার্মেন্টসের ঝুট দখল নিয়ে গুলাগুলি, ট্রাকে মালামাল আটকে রেখে চাঁদাবাজি সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের ক্যাডার ডেন্ডাবর এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. রিয়াদ মোল্লাকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।
গতকাল (২-মার্চ) রবিবার রাত্রে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে আটক করে। আজ দুপুর তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ।
জানা যায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ঝুট ব্যবসা দখল, ছিনতাইসহ এমন কোন অপকর্ম নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। তার বিরুদ্ধে খুলনার চিতলমারী থানায় ডাকাতি, ধর্ষণ, জোড়া মার্ডার ও পুলিশ হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে।
তার সহযোগী হিসেবে পরিচিত তার ভাই তামিম, আমির আলী, রিয়েল ও ইয়াসিনসহ তারা সকলেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেন। এদের মধ্যে ছাত্রলীগ নেতা তামিমের নামে গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে কয়েকটি। আশুলিয়া চিহ্নিত সন্ত্রাস ইয়াসিনের নামে কয়েকটি মার্ডার, অস্ত্র মামলাসহ চাঁদাবাজি মামলা হয়েছে। এদের গ্রুপে আরো অনেকে রয়েছে তাদের সকলের নামেই রয়েছে মামলা ও নানান অভিযোগ।
তাকে গ্রেপ্তারের খবরে পুলিশের প্রতি এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত (ওসি) কামাল বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অনেকগুলো মামলা রয়েছে। আমরা তাকে কোর্টে প্রেরণ করবো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply