ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী, জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষের ব্যক্তিদের এবং অখেলোয়াড়দের নিয়ে গঠিত ঝালকাঠি ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নিয়মিত খেলোয়াড়রা।বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মিরাজ বলেন, এই কমিটি গঠন প্রক্রিয়ায় খেলোয়াড়দের মতামত উপেক্ষা করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে ক্রীড়া সংস্থাকে দখলে নেওয়ার অপচেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই কমিটি বাতিলের দাবি করছি। প্রকৃত খেলোয়াড়দের নেতৃত্বে আনতে হবে, নইলে আমরা রাজপথ ছাড়ব না।আরাফ সোহেল বলেন, যারা কখনো মাঠে খেলেনি, তারা ক্রীড়া সংস্থার নেতৃত্বে কীভাবে আসে? প্রকৃত ক্রীড়াবিদদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কমিটি গঠন অন্যায়। খেলাধুলার স্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন আরও তীব্র হবে।
রিকন মাহমুদ বলেন, আমরা চাই খেলাধুলার পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ হোক। এই কমিটি যদি বাতিল না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ আমরা মানি না, মানব না। আমরা চাই প্রকৃত খেলোয়াড়দের নিয়ে স্বচ্ছ কমিটি গঠন করা হোক।আবদুল্লাহ আল নাইম বলেন, একটি ক্রীড়া সংস্থার নেতৃত্ব হবে দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়দের হাতে। অথচ, বর্তমান কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যারা ক্রীড়া সংশ্লিষ্ট নন। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই অযৌক্তিক কমিটি বাতিল করা হোক। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply