মোঃ মোরছালিন – জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা রশিদুল ইসলামের বিরুদ্ধে। সোমবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার মাধাইনগর বাজারে একটি ওয়াজ মাহফিলে ছিলেন আব্দুর রাজ্জাক। সেখান থেকে তাকে ডেকে নিয়ে যান তার ভাতিজা রশিদুল ইসলাম। এরপর রাতে তাকে মারধর ও নির্যাতন করা হলে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর রশিদুল ইসলাম তার পরিবারসহ বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে সোমবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, মেয়েলি ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে তার দুই হাত থেঁতলানো ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সঙ্গে নারীসংক্রান্ত একটি বিষয় জড়িত থাকতে পারে, তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে, এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রশিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply