মো. শাহীন আলম:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য কামরুল ইসলামের ভাই সেজাব হোসেন ওরফে কালা মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের পর একে অপরের বিরুদ্ধে লুটপাট ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই পক্ষ। নিহতের স্ত্রী মোছা. সুলেমা খাতুন জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও মূল আসামিরা এখনও পলাতক।
নিহতের পরিবার অভিযোগ করেছে, আসামিরা পরিকল্পিতভাবে খুন করে এখন প্রভাব খাটিয়ে মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, আসামিপক্ষের নারীরা দাবি করছেন, খুনের পর তাদের ঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। লুটপাটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply