এমন অনেক প্রবাসীদের মনের অজান্তেই প্রশ্ন থেকেই যায় সেই ধারাবাহিকতায় দেশে যখন চলছিল বৈষম্য বিরুদ্ধে আন্দলোন চলছিল সৈরাচার সরকার এর বিরুদ্ধে সাধারণ জনগণ থেকে ছাত্র ছাত্রী সকলে দেশকে স্বাধীন করার যে পরিকল্পনা হাতে নিয়ে রাজ পথে আন্দোলন করে তখন শুরু হয় ঘুম, হত্যার মত সকল সৈরাচারী। ইতিহাসের ঘৃণিত হত্যার কাজ চালিয়ে যেতে থাকে আওয়ামী সন্ত্রাসী সকল বাহিনী পুলিশ সহ আওয়ামী প্রতিটি পরিবার মাঠে রক্ত পিপাসু হয়ে খুন করে দিনমজুর, শ্রমিক, দোকানী, ছাত্র, ছাত্রী,এমন কি প্রবাসীর পরিবার তখন প্রবাস থেকে আওয়াজ উঠায় একদল প্রবাসী কারণ তাঁরা দেশের মানুষকে ভালবাসে দেশকে ভালবাসে তাই চুপ থাকতে পারে না। আন্দোলন করে ভিন্ন দে-শ থেকে তেমনি আরব আমিরাত থেকে একটি দল আন্দোলন করে গ্রেপ্তার হয় ৫৭ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। এবং আরব আমিরাত এর আইনি বহির্ভূত এমন সড়ক অবরোধ করা রাজনৈতিক কোন মিছিল মিটিং করা আরব আমিরাত এর আইনের খেলাপ এখানে এক রাজার নির্দেশ মান্য করা সকল জনগণের কাজ আর এটাই করে থাকে সকল সাধারণ জনগণ সহ সকল প্রবাসীরা। কিন্তু দেশের এমন একটি ভয়াবহ অবস্থা ঐ রেমিট্যান্স যোদ্ধাদের মনে দেশের মানুষের পক্ষে কথা বলা যুদ্ধে অংশ নেওয়া থামাতে পারেনি তাই নেমেছিল মনের অজান্তেই তাঁরা বোকা হয়ে গিয়েছে তখন আইনের বাধা অতিক্রম করেছিল আটক হয়েছিল এই প্রবাসীরা তাদের জন্য বর্তমান অস্থায়ী সরকার সাহায্যের হাত এগিয়ে দিয়েছে এবং আজ মুক্তি পায় আরব আমিরাতের ৫৭ প্রবাসী বাংলাদেশীরা।
———————
“আমি দেশের জন্য শতবার গ্রেপ্তার হতে পারি কারণ আমরা দেশের জন্য জন্ম নিয়েছি দেশকে ভালবাসি আমি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী”…..
Leave a Reply