নিজস্ব প্রতিনিধিঃ
তারুণ্যে উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন কে উৎসাহিতকরণ ও জুলাই ২০২৪ বিপ্লব বিষয়ে উন্মুক্ত আলোচনায় কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে
৩ ফ্রেবুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কমিটির উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরিতে মিলয়াতনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বিভিন্ন স্কুল, কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ আরোও অন্যান্য অতিথিরাও এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, যুব সমাজই ভবিষ্যতের পথপ্রদর্শক, তরুণ সমাজকে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, একটি বৈষম্যবিহীন সমাজ বিনির্মানে তারেণ্যে উৎসব ২০২৫ তরুন ও যুব সমাজের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে, তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশ করবে, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার করবে এবং পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।
অতপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24