সোলায়মান:
টাঙ্গাইলের দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ উদযাপন করেছে। বিদ্যালয়টির ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে আবির্ভূত হয় এই আয়োজন। উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়টি।
এদিনের অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. রফিকুল ইসলাম সিদ্দিকী, এবং সঞ্চালনায় ছিলেন আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা, যারা বিভিন্ন ব্যাচ থেকে আগত।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭৭ ব্যাচের আব্দুল মান্নান বিএসসি, ৮২ ব্যাচের মো. আবু সাঈদ, ৮৪ ব্যাচের মো. রফিকুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. মিজানুর রহমান, ৮৮ ব্যাচের মো. আবুল কালাম আজাদ, মো. কামরুজ্জামান সিদ্দিকী, জায়েদা সিদ্দিকা, রাবেয়া সিদ্দিকা এবং আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করে পরিচিতি পর্বে অংশ নেন এবং অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কোরআন থেকে তেলাওয়াত শেষে শুরু হয় মূল অনুষ্ঠান।
পুনর্মিলনী অনুষ্ঠানটি সবার জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে রইল, যেখানে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানের এক পর্যায়ে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি দেওয়া হয়। এরপর রেফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলকে আনন্দিত করে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানের শেষ অংশ ছিল।এভাবে, দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী একটি সুন্দর ও সফল আয়োজনে পরিণত হয়, যা ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে
Leave a Reply