মোঃ ইস্রাফিল হোসেন, ঝিকরগাছা(যশোর) প্রতিনিধিঃ
মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গোলদার পাড়ায় এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাষ্টার শহীদুল ইসলাম, আবু জাফর, রোস্তম আলী, মাষ্টার হুমায়ূন কবির মিন্টু, ইসরাফিল হোসেন, আলমগীর হোসেন, অসিম মিত্র, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলীশাহ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছে তাদের যায়গা বিএনপিতে হবে না। যে সকল নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহঙ্কার তারেক জিয়ার সৈনিক। কোন সুবিধাভোগীর যায়গা বিএনপিতে হবে না।
Leave a Reply