মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের জাতীয় রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সেক্রেটারি (জে আর সি) আবুসালেহ সজীব ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা, নিউজ একুশ চ্যানেলের জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক কান্ট্রি টুডে ইংরেজি পত্রিকার উপজেলা প্রতিনিধির মা আছমা বেগম ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রোববার (৩০ মার্চ) ফজরের দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌর সদরের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. জাকির হোসেন এর স্ত্রী বাওয়ার কুমারজানী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। দীর্ঘদিন যাবত তিনি পিত্ত থলিতে পাথর, জন্ডিস ও টিউমার রোগে ভুগছিলেন। এর আগে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বলে জানা যায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এ পড়াশোনা করতেছেন। অনার্স এর পড়াশোনা প্রায় শেষের দিকে। তিনি স্বামী ও একমাত্র ছেলে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেছেন।
গত রোববার শেষ রমজানের দিন সকালে প্রথম জানাজা আম্বাতুন নেছা মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা বাদ যোহর শেষে সদরের ৫ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী মধ্য পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষ করে নিজ গ্রামের সামাজিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে।
সাংবাদিক আবুসালেহ সজীব এর মায়ের মৃত্যুতে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও জাতীয় রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি এবং সকলেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ও সাবেক সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এব্যাপারে তার ছেলে সাংবাদিক আবুসালেহ সজীব বলেন, দেশ ও দেশের বাহিরের সকলের নিকট দোয়া চাই এবং পবিত্র মাহে রমজান মাসের উছিলায় মহান আল্লাহ তায়ালা যেন আমার আম্মুকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন
Leave a Reply