সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলায় সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা স্পষ্টভাবে জানান, দলীয় অঙ্গসংগঠনে কোনো বিভাজন নেই, বরং বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভক্তির অপপ্রচার চালিয়ে দলকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।
নেতারা জানান, সাম্প্রতিক সময়ে হারামিয়া ও মগধরা ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতা আহত হয়েছেন। এসব ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, মাস্টার আবুল কাশেম, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশীদ, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক শাকিল চৌধুরী, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আবছার, সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন কাদের জুলহাস, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দিন শিমুল, সেচ্ছাসেবক দল নেতা হাজী আকবর হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্দ্বীপ উপজেলা বিএনপি একতা ও সংহতির বার্তা দেয় এবং বিভাজন সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24