মোঃ রেজুয়ান বাদশা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, “বিএনপি জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। আজ সেই স্বপ্ন পূরণ করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও যোগ করেন, “দেশটি সব ধর্ম-বর্ণের মানুষের। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলে স্বাধীনতা এনেছিল, সবাই মিলে গণতন্ত্রও রক্ষা করবে।”
সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি বলেন, “আমাদের শক্তি হলো জনগণ। জনগণই বিএনপির আসল ভরসা।”
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুক্তাদির হোসেন বকুল এবং সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ বলেন, “দেশের পরিবর্তনের নেতৃত্ব দিতে তরুণ সমাজই অগ্রভাগে থাকবে।”
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বিএনপির সংগ্রামী ইতিহাস স্মরণ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার ওপর জোর দেন।
Leave a Reply