মোঃ আকাশ উদ্দিন
(ইসিবি প্রতিনিধি)
যাত্রীবাহী বাসে উঠে এক ছাত্রলীগ সমন্বয়ক দাবী করেছেন। বাসের স্টাফ ভাড়া চাওয়ায় উত্তেজিত হয়ে বাসে থাকা এক স্টাফ কে মারধর করে
ভাড়া দিবে না বলে, নিজেকে সমন্বয় কারি বলে দাবি করে। সেই ছাত্র সকলকে জানায় সে ভাড়া প্রধান করবে না। সমন্বয় কারীর কিসের ভাড়া
বাসের মধ্যে থাকা যাত্রীরা তার ভিডিও করে ভাইরাল করে দেন। এই ছাত্রলীগের ছেলেকে খুজছেন সেনাবাহিনী ও ছাত্ররা।
Leave a Reply