মোঃ আকাশ উদ্দিন
(ইসিবি প্রতিনিধি)
বারন্টেক জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় বৃষ্টির পানি বেড়ে যাওয়াতে বিপাকে পড়েছে জনগণ। বাড়ি বৃষ্টি হলেই প্রতিনিয়ত হাটু ও কমর পর্যন্ত পানি উঠছে। সাধারন জনগণের কষ্ট হয় রাস্তা পার হতে,
ভ্যান ও রিক্সা দ্বারাই চলাচল করতে হচ্ছে এই এলাকার জনগণের । বন্যার পানি বেড়ে যাওয়ার ৫ টাকার গাড়ি ভাড়া এখন ২০ খেকে ৩০ টাকা দিতে হচ্ছে বারন্টেক এলাকার জনগণের।
এলাকার জনগণের কাছে জানতে চাওয়ায়, তারা জানিয়েছে এই এলাকাটা নিচু স্থান ও বালুঘাটের ক্যাম্পের পানি ভিতর হতে এই স্থান সংলগ্ন হয়ে যায় বিদায় পানি প্রতিনিয়ত বেড়ে চলছে। সিটি করপোরেশন ও ছাত্রদের সাহায্য প্রয়োজন বলে জানান এলাকার জনগণ।
Leave a Reply