মোঃ রানা ইসলাম – ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
অভিযানে মোট ৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়।
সেনা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাই করে।
সেনাবাহিনীর উপস্থিতি দেখে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। পথচারীরা বলেন, নিয়মিত এমন অভিযান হলে অপরাধ কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
এক মোটরসাইকেল চালক জানান, হেলমেট না থাকায় জরিমানা গুণতে হয়েছে তাকে। তবে তিনি মনে করেন, নিয়মিত অভিযান হলে মানুষ সচেতন হবে।
ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোস্তাফিজার বলেন, সেনাবাহিনীর তল্লাশিতে আমরা সহায়তা করছি। নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওয়ারেন্ট অফিসার আবু বক্কর জানান, ঈদ সামনে রেখে জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a Reply