সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল,উল্লাপাড়া-সলঙ্গার প্রিয় মুখ মাও: রফিকুল ইসলাম খান বলেছেন,গোজামিলের ভোটার তালিকা এ দেশের মানু্ষ মেনে নিবে না।তথ্য যাছাই করে ভোটার তালিকা হাল নাগাদ করুন।একটি নিরপেক্ষ,সুষ্ঠ নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন দরকার।এ দেশের মাটিতে আর আওয়ামী স্টাইলের নির্বাচন করতে দেয়া হবে না।যারা ভোট ডাকাতির নীল নকশা তৈরি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন,তাদের এই স্বপ্ন কখনই পুরন হবে না। জামায়াত নেতা রফিকুল ইসলাম খান আরও বলেন, রমজান মাস,সিয়াম সাধনার মাস।তাকাওয়া অর্জনের মাস।কোরান নাযিলের মাস।এ মাসে আমরা আত্মসুদ্ধি লাভ করবো।এ দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে চাই।বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম করতে আপনাদের সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার রামকৃঞপুর ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামকৃঞপুর ইউনিয়ন শাখার আমীর শফিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,সাবেক আমীর হোসাইন আলী,নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, সেক্রেটারী রাকিবুল হাসানসহ অনেকে।ইফতারপুর্ব মুহুর্তে দেশ,জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
Leave a Reply