কবি মান্নান ফরিদী
একমুঠো প্রেম নিয়ে
জীবন বাজি রেখেছি;
মৃত্যুর উপত্যকা থেকে
ছিনিয়ে এনেছি জীবন
কেউ দেখে ফেলবে বলে-
কালের ভাঁজে ভাঁজে
লুকিয়ে রেখেছি বুকের রক্তক্ষরণ!
তোমার হাত যেদিন আমাকে ছুঁয়-
কী সাংঘাতিক!
এতোটা তাপদাহ কী করে সামাল দিলে?
চারদিকে উত্তপ্ত বাতাস!
বেমালুম ভুলে গেলে-
ভূমিকম্পের ভয়াবহতা!
উত্তাল সাগর
হাড় কাঁপানো ঢেউয়ের তাণ্ডব!
ধেয়ে আসা সাইক্লোন
কোনো কিছুতেই বাঁধ মানলো না
তোমার ভেতরের প্লাবন
আমাকে সেইদিন আঘাত করেছিল-
যখন মুখোমুখি স্থির!
মান্নান ফরিদী
৪ এপ্রিল ২০২৫ মধ্যরাত
পুষ্পকুঞ্জ, ময়মনসিংহ
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24