আবু নাসের মহিউদ্দিন, কুয়েত প্রতিনিধি:
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার রাতে কুয়েত আব্বাসিয়ার ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র জনাব মেহেদী হাসান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তার পরিবার সূত্রে জানা যায়।
বাংলাদেশি নাগরিক জনাব মেহেদী হাসান শনিবার গভীর সন্ধ্যায় অ্যাভিনিউস মলের কাছে একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান। ছেলেটি বাসায় না ফেরার কারনে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে অভিভাবকরা হসপিটালে তাকে দেখতে গিয়ে দেখেন তাদের সন্তান আর পৃথিবীতে নেই। সন্তানের এমন অকাল মৃত্যু পরিবার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।
সূত্র মতে জানা গেছে, গাড়ির চালক নিজেই ছেলেটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান, আহত স্থান থেকে গাড়ির চালক নিজে তাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে দেখে বলেন সে যেখানে গাড়ির ধাক্কা লাগে সে স্থানে মারা যান।
Leave a Reply